Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০১৭

শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহী

শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহী

শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহীর পরিচিতি

Facebook Page: https://www.facebook.com/iri.raj.7

 
SAM_7372

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরাধীন একটি প্রশিক্ষণ ইন্সটিটিউট। শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহী ১৯৮১ সনে একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চালু হয় এবং এর কার্যকরিতা ও গুনগত মান বিবেচনা করে দেশের কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান সমূহের শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন করার লক্ষ্যে ১৯৮৫ সনে  শ্রম পরিদপ্তরের রাজস্ব বাজেটের অর্ন্তভূক্ত করা হয়। রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে সেনানিবাস সড়কে  তেরখাদিয়ায়  ৫ একর জমির উপর মনোরম পরিবেশে  অবস্থিত।  এখানে একটি প্রশাসনিক ভবন, একটি দ্বিতল ডরমিটরী, অধ্যক্ষের বাসভবনসহ কয়েকটি  আবাসিক ভবন রয়েছে।  এ শিক্ষায়তনে প্রতিবছর ২টি ৪ সপ্তাহ্ মেয়াদি শিল্প সম্পর্ক বিষয়ক  এবং  ১০/১২টি এক সপ্তাহ  মেযাদি শ্রম আইন বিষয়ক শ্রমিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে । শিল্প সম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ কোর্সে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন করলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান সমূহের শ্রমিক নেতৃবৃন্দ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি এবং শ্রম দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করে থাকেন।  ২০১৪ সন পর্যন্ত এ শিক্ষায়তনে ৫৩টি ৪ সপ্তাহ্ মেয়াদি এবং ২৯০ টি  এক সপ্তাহ্ মেয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। এ  প্রশিক্ষণ কোর্সে  সর্বমোট ১১,৫২৭ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।  এদের মধ্যে  ১০,৬৩৭ জন পুরুষ এবং মহিলা  ৮৯০ জন।

 

সরকারের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি দেশের গুরুত্বপূর্ণ আর্থ- সামাজিক  শ্রম ক্ষেত্রে শান্তি  শৃংখলা ও  উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিল্প সম্পর্ক শিক্ষায়তন

শ্রম পরিদপ্তর

তেরখাদা,  রাজশাহী।

e-mail- iri_raj@yahoo.com / princraj@dol.gov.bd

 

শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহী এর কর্মকর্তাগণের হালনাগাদ তথ্য

 

নং নাম পদবী  মোবাইল নং/টেলিফোন নং ই- মেইল

 

 

মোঃ মনিরুল আলম

 

 

উপ পরিচালক

 

 

 

০১৭১১০৩৯১৮২

 

অফিস : ৭৬০৫৫৯ 

 

 

monirulalamadl@gmail.com

 

 

মো: সোহেল আজিম 

 

 

সহকারী পরিচালক 01819153747 sohel.du@ymail.com
 
 মিসেস  চন্দনা রানী

লাইব্রেরীয়ান

০১৭১৩২০৫৯৯৫ debchandana@yahoo.com